
জামালপুরে ৭ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রবিন আলী জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে মাদক সম্রাট আব্দুস সাত্তারকে ৭ কেজি গাজাসহ আটক করেছে নরন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাতে পুলিশের বিশেষ অভিযানে ইটাইল ইউনিয়নের দমদমা বোয়ালমারী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়,ইটাইল ইউনিয়নের দমদমা বোয়ালমারী গ্রামের মোঃ নূর ইসলাম এর ছেলে মো আব্দুস সাত্তার কে ৭ কেজি গাজা সহ আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
এলাকাবাসীর দাবি দীর্ঘদিন যাবত এই আব্দুস সাত্তার মাদক কারবারির সাথে জড়িত। এটা ইউনিয়নের যুবক ও ছাত্র সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এলাকাবাসী আব্দুস সাত্তার এর উপযুক্ত শাস্তি দাবি করেন এবং নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ ট্রিমকে ধন্যবাদ জানায়।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আসামি মোঃ আব্দুস সাত্তার কে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।