মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মো: রবিন মিয়া ( স্টাফ রিপোর্টার)
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ হেফাজতে নিয়ে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিষয়টি পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
গাংনী থানা পুলিশের তদন্ত অফিসার আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধাঘন্টা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এসময় এম এ খালেকের বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
এম এ খালেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলায় গ্রেফতার হয়ে কয়েক মাস হাজত বাসের পর জামিনে ছাড়া পেয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।