
নওগাঁর ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১০ম শ্রেণীর ছাত্র গ্রেপ্তার
মোঃ আরাফাত আলী (নওগাঁ ব্যুরো প্রধান):
নওগাঁর মান্দায় নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে জাহিদ (১৬) নামের ১০শ্রেণীর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদ মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে ২ বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের। শুক্রবার (৪ এপ্রিল) আনুমানিক ছয়টার দিকে মৈনম ইউনিয়নের বোদ্ধপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনের, রাস্তার পাশে ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলার চকবালু গ্রামের আনিছার রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার দুপুরে উভয় পক্ষের অভিভাবক ও জাহিদ থানায় আসলে তাকে আটক করে পুলিশ। সকাল ৯ টার সময় ভুক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নওগাঁ জেলা সরকারি মেডিকেল হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে পাঠান।
মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী শিশু নির্যাতন দমনে আইনে (৯) ১ ধারায় মামলা হয়। পরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।