1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চট্টগ্রামে ডাবল মার্ডার হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার  | দৈনিক সংবাদ ৭১
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশ থেকে বাগেরহাটকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন উখিয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশে জেলা আমীর আনোয়ারী: “সাম্য-মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বো” রাজশাহীতে সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ সুনামগঞ্জের রঙ্গারচরে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ সিলেটের জকিগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, এলাকাজুড়ে রহস্যের আবহ জামালপুরে ‘রেমিটেন্স যোদ্ধা দিবস’ উদযাপন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ফকিরহাট সদর ইউনিয়নে উন্নয়ন তহবিল আত্মসাৎ: রহস্যজনক প্রকল্প ব্যয়ে জড়িত সাবেক সচিব ও চেয়ারম্যান! ফকিরহাটে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন

চট্টগ্রামে ডাবল মার্ডার হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার 

মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামে ডাবল মার্ডার হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার
 মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডার হত্যা মামলার ঘটনায় নতুন মোড় দেখা দিয়েছে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন। এই ঘটনায় সরাসরি জড়িত দুই আসামি মো. বেলাল (২৭) ও মো. মানিক (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফটিকছড়ি ও চান্দগাঁও থানা এলাকা থেকে বেলাল ও মানিককে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে এই দুইজনের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

যে ভাবে ঘটানো হলো হত্যাকাণ্ড?

গত ৩০ মার্চ (রোববার) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে বাকলিয়া এক্সেস রোডের গুলজার স্কুল সংলগ্ন এলাকায় ছয়-সাতটি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত একটি প্রাইভেটকারকে (চট্ট মেট্রো- গ-১২-৯০৬৮) লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই নিহত হন বখতিয়ার হোসেন মানিক (২৮) ও আবদুল্লাহ আল রিফাত (২২)।

এই হামলায় আরও চারজন আহত হন, যাদের মধ্যে রবিউল হোসেন হৃদয় ও রবিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তদন্ত অনুযায়ী, ছোট সাজ্জাদের গ্যাং ও সারোয়ার হোসেন বাবলার গ্যাং মধ্যে চলমান দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মানিক ছিলেন বাবলার গাড়িচালক, আর নিহত আবদুল্লাহ তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন।

মামলার এজাহার অনুযায়ী, সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন পূর্বপরিকল্পিতভাবে হামলার নির্দেশ দেন। তাদের পরিকল্পনা অনুযায়ী, মোহাম্মদ হাসান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান, বোরহানসহ আরও ৬-৭ জন সশস্ত্র হামলায় অংশ নেয়।

২৯ মার্চ দিবাগত রাতে সারোয়ার হোসেন বাবলা ও তার সহযোগীরা নতুন ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন। সেখান থেকে তারা বহদ্দারহাটের দিকে রওনা হলে রাজাখালী ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে তাদের পিছু নেয় এবং প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আতঙ্কিত হয়ে মানিক গাড়ি ঘুরিয়ে বাকলিয়া এক্সেস রোড হয়ে চকবাজারের দিকে যেতে থাকেন।

সোয়া ২টার দিকে নবাব সিরাজউদ্দৌলা সড়কের ঢাকাইয়া খানা দোকানের সামনে গাড়িটি থামলে পিছু নেওয়া সন্ত্রাসীরা পুনরায় এলোপাতাড়ি গুলি চালায়। এতে মানিক ও আবদুল্লাহ গুলিবিদ্ধ হন। গাড়িতে থাকা সারোয়ার ও ইমন প্রাণ বাঁচাতে দ্রুত নেমে যান। হামলাকারীরা পালিয়ে গেলে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক মানিক ও আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে ১ এপ্রিল বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে।

এছাড়া, মোহাম্মদ হাসান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান, বোরহানসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬-৭ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বেলাল ও মানিক গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী সাজ্জাদ ও তার স্ত্রীসহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।