
ঈদের আনন্দ এখন শুধুই স্বপ্ন বনগাঁসহ কলকাতা শহরে।
রায়হান হোসেন বেনাপোল প্রতিনিধি
বেনাপোল শার্শা যশোর
দেশের অন্যতম বড় স্থলবন্দর বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর। ঈদের আর বাকি মাত্র একদিন এর মধ্যেই জানান দিয়ে দিল কলকাতার শপিং কমপ্লেক্স গুলোর অধঃপতন। গত বছরের তুলনায় এবছর পর্যটক একেবারেই নেই বনগাঁসহ কলকাতার বাজারে। হোটেল ব্যবসায়ীরা বলেন তিনশতর বেশি হোটেল ছিল এখানে। এরমধ্যে চালু আছে আর মাত্র দেড়শত হোটেল। এগুলোও বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে। কলকাতার মার্কেট ব্যবসায়ীরা বলেন,বাংলাদেশী ক্রেতা না আসার ফলে এবারে ঈদে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীরা বলেন এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাবো।
এর মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসার ডক্টর মোহাম্মদ ইউনুস এর চিন সফর নিয়ে ভারতের ভেতরে বেড়েছে উত্তেজনা ব্যবসায়ীরা তাদের শেষ আশা এবং ভরসা টুকু হারিয়ে ফেলেছে।