
মাদারগঞ্জ শতদল সমবায় সমিতি লি: এর পরিচালক গ্রেফতার
মোঃ রবিন আলী জামালপুর জেলা প্রতিনিধি।
হাজার কোটি টাকার সমবায় সমিতি কেলেঙ্কারি: জামালপুর ডিবি-১ এর অভিযানে পাঁচটি গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত অন্যতম প্রধান আসামি গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদারগঞ্জ সমবায় সমিতির তহবিল বা সম্পদ নিয়ে অনিয়মের অভিযোগে ০৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামি আব্দুল বাছেদ (৩৭), পিতাঃ মৃত আব্দুস সোবহান @আকাল পদবী: মাদারগঞ্জ শতদল সমবায় সমিতি লিমিটেডের পরিচালক, সুখনগরী, মাদারগঞ্জ, জামালপুর। গ্রেফতারের সময় ও স্থান: ২৮ মার্চ ২০২৫ রাত অনুমান ১২.৪৫ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন উত্তরা ১৮ নম্বর সেক্টর এর রাজউক আবাসিক ফ্ল্যাট প্রকল্পের ” কলাবতী” ভবনের তার ভাড়াকৃত ফ্লাট হতে জামালপুর ডিবি-০১ পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়।
আদেশকারী আদাল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিআর আমলী আদালত, মাদারগঞ্জ কর্তৃক জারিকৃত ওয়ারেন্ট অনুযায়ী গ্রেফতার। মাদারগঞ্জ সমবায় সমিতির তহবিল বা সদস্যদের জমাকৃত অর্থ অসদুপায়ে আত্মসাতের অভিযোগ।
সম্প্রতি মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন নামে সমবায় সমিতির নামে হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগের মামলার আসামি গ্রেফতার ও টাকা ফিরে পাবার দাবীতে হাজার এর উপরে ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর মিছিল সহ এসে ফৌজদারী মোড় অবরোধ করে। জেলা ও পুলিশ প্রশাসন ভুক্তভোগীদের আশ্বস্ত করেন যে দ্রুতই আসামী গ্রেফতার করা হবে । এরই ধারাবাহিকতায় জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার জামালপুর এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ( অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এ্যন্ড অপস)- এর নির্দেশনায় মোঃ নাজমুস সাকিব ওসি ডিবি-১ এর সরাসরি তত্বাবধানে এস আই আসাদুজ্জামান, এস আই আব্দুল্লাহ আল আজাদ, এসআই মোঃ আব্দুল মতিন এর সমন্বিত ডিবি-১ এর চৌকশ আভিযানিক দল বর্নিত আসামীকে গ্রেফতার করে।
*আমরা আইনের শাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই গ্রেফতারি অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির প্রতিফলন। অন্যান্য অসামীদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।