প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৮:০৮ পি.এম
আশুলিয়ায় সরকারী কাজে বাধা প্রদান হামলায় জড়িত ৩ জন গ্রেফতার।
আশুলিয়া স্টাফ রিপোটার মোঃবাবুল হোসেন

আশুলিয়ায় সরকারী কাজে বাধা প্রদান হামলায় জড়িত ৩ জন গ্রেফতার।
আশুলিয়া স্টাফ রিপোটার
মোঃবাবুল হোসেন
২৩/০৩/২০২৫ ইং অনুমানিক দুপুর ২.৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার রপ্তানি এলাকায় ঈদুল ফিতরের ঈদ যাত্রা ভোগান্তি কমাতে। আশুলিয়ার রপ্তানি ইপিজেট এলাকায় রাস্তায় ফুটপাত অবৈধ দোকান উচ্ছেদে গেলে প্রশাসনের উপরে হামলা করে ফুটপাতের অবৈধ ব্যবসায়ীগণ। এসময় সাভার উপজেলার জনাব মোঃ জহিরুল আলম, নির্বাহী ম্যজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান কালে দুইজন ফুটপাতের অবৈধ ব্যবসায়ী সরকারি কাজে বাধা প্রদান করে, এ সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে ছাড়িয়ে নিতে এবং এই বন্ধ রাখার জন্য পুলিশের উপর করা হামলা। আশুলিয়ার রপ্তানি বলিভদ্র বাসষ্ট্যান্ড পৌছাইয়া উচ্ছেদ অভিযান পরিচালনার সময় এজাহারনামীয় ২৯ জন আসামী সহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জন দুস্কৃতিকারী লাঠি সোটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া আক্রমন করিয়া সরকারী কাজে বাধা প্রদান সহ ইট পাটকেল নিক্ষেপ করিতে থাকে। একপর্যায় আসামীরা পুলিশের ব্যবহৃত ০২ টি গাড়ী ভাংচুর করিয়া ক্ষতি সাধন করে। দুস্কৃতিকারীরা সরকারী গাড়ী ভাংচুর করিয়া অনুমান ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।
উল্লেখিত আসামীগন বে-আইনী জনতাবদ্ধে বল প্রয়োগ পূর্বক সরকারী কর্তব্য কাজে বাধা প্রদান সহ উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করিয়া। গুরুতর ও সাধারন জখম করা সহ সরকারী গাড়ী ভাংচুর করে এ সংক্রান্তে আশুলিয়া থানার মামলা নং-৬৬, তারিখ-২৪/০৩/২০২৫ খ্রি. ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ পেনাল কোড রুজু করা হয়েছে। হামলায় জড়িত থাকা আসামী ১। জসিম, ২। নয়ন, ৩। ইমরানকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.