
বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়ন যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিয়াজ ফরাজি
ভোলা বোরহানউদ্দিন উপজেলা বড় মানিকা ইউনিয়ন যুবদল এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ) উপজেলা যুবদলের আহবায়ক রিয়াজ হাওলাদারের সভাপতিত্বে মানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ববর্তী আলোচনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দলের মহিলা দলগতভাবে বাড়ী বাড়ী গিয়ে মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের টিকেট বিক্রি করে। এসকল প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান,
সদস্য সচিব নাসিম কাজী, যুগ্ন আহবায়ক ফিরোজ কাজী, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদদীন খান, মানিকা ইউনিয়ন যুবদলের আহবায়ক রিয়াজ হাওলাদার, সদস্য সচিব জামাল হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী সদস্য সচিব তানজিল হাওলাদার, সাবেক ছাত্র নেতা আশরাফুল আলম সবুজ, প্রমূখ।