যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত এক মাদকসেবি এবং বিক্রেতাকে জেল ও অর্থদন্ড দিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যশোর জেলা ক’সার্কেলের পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা আন্দুলিয়া গ্রামের বাবলু রহমানের ছেলে সুমন হোসেনকে (২৫) ১শ গ্রাম গাজাসহ আটক করে। দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ভ্রাম্যমান আদলত বসিয়ে ওই মাদক বিক্রেতাকে জেল জরিমানা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যশোর জেলা ক’সার্কেলের পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বলেন, আমাদের অভিযান অব্যহত আছে, এই অভিযান আরও বেগবান করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ এর ৫ উপধারায় আসামীকে ৭দিনের জেল এবং নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।