খুলনার ২৮ নম্বর ওয়ার্ডের সড়ক দখলে, চরম ভোগান্তিতে এলাকাবাসী
তারিকুল ইসলাম আলভী
খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সড়কগুলো যেন ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। বাড়ির মালিকদের অবৈধ দখলের কারণে এসব সড়কে প্রতিনিয়ত চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তার ওপর অবৈধভাবে ইট, বালি, পাথর স্তূপ করে রাখা, নির্মাণ সামগ্রী ফেলে রাখা এবং ইট ভাঙার গাড়ি দাঁড় করানোর ফলে পুরো ওয়ার্ডের যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওয়ার্ডের বেশ কয়েকটি প্রধান সড়ক বাড়ির মালিকদের স্বেচ্ছাচারিতার শিকার হয়েছে। তারা নির্মাণকাজের জন্য রাস্তা বন্ধ করে কাজ চালিয়ে যাচ্ছেন, যেন এটি তাদের ব্যক্তিগত সম্পত্তি। বিশেষ করে সরু গলিগুলোতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে পথচারীরা পড়ছেন চরম বিপাকে। শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের জন্য এই পরিস্থিতি আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন অফিসগামীমানুষ,স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের বাধার মুখে পড়তে হয়। অনেক সময় এইসব রাস্তায় যানজট তৈরি হয়, যা পুরো এলাকার যান চলাচল ব্যবস্থাকে অচল করে দেয়।
এলাকাবাসীর দাবি, এই সমস্যা দীর্ঘদিনের হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।রাস্তা দখলের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় দখলদারদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটাও দায় হয়ে পড়েছে। সবখানে ইট-বালির স্তূপ, কাজের ট্রাক দাঁড়িয়ে থাকে দিনের পর দিন। আমরা কোথায় যাবো?”
সরকারি বিধি অনুযায়ী, সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। কোনোভাবেই ব্যক্তি স্বার্থে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা বা কাজ চালানো বেআইনি।
এলাকাবাসীর দাবি দ্রুত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।নির্মাণ সামগ্রী সরিয়ে রাস্তা উন্মুক্ত রাখতে হবে।ভবিষ্যতে রাস্তা দখল বন্ধে কঠোর মনিটরিং করতে হবে।সংশ্লিষ্ট দফতর ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।