প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১১:১৪ পি.এম
আশাশুনিতে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করণীয় নিয়ে কর্মশালা
আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করণীয় নিয়ে কর্মশালা
আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ।।
আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বাজার কমিটি ও আশাশুনিতে ব্যবসায়ীদের প্রতিনিধিদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের আয়োজনে বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালায় প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোমান হোসেন। বুধহাটা, গোয়ালডাঙ্গা, তালতলা, বেউলা, পাইথালী, আশাশুনি সদর, কুল্যার মোড়, গুনাকরকাটি, চাপড়া, নাকতাড়া কালিবাড়ি প্রভৃতি বাজারের কমিটির সদস্য ও ব্যবসায়ীদের অংশ গ্রহনে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জার্নালিম ফর সুন্দরবনের উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, প্রতাপনগর তালতলা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, গোয়ালডাঙ্গা বাজার সভাপতি মহির উদ্দীন ফকির, আবির ইসলাম, জহির আলিম, শেখ বাদশা প্রমুখ। কর্মশালায় পলিথিন ও প্লাস্টিকের দুষণ প্রতিরোধে এসবের ব্যবহার কমিয়ে আনা, সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারনা, বিকল্প ব্যাগ-বস্তা তৈরি, কমিটির সদস্য ও ব্যবসায়ীদের স্বস্ব বাজারে প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করা, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও অভিমত ব্যক্ত করা হয়।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.