
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে অ্যাম্বুলেন্স বিশৃঙ্খলা, রোগীদের দুর্ভোগ চরমে
তারিকুল ইসলাম আলভী,খুলনা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকসহ জরুরি বিভাগ ও বহির্বিভাগ ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য বেসরকারি অ্যাম্বুলেন্স। এসব অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীরা রোগীদের টানতে হাঁকডাক করছেন, ফলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোগী ও তাদের স্বজনদের যাতায়াতে চরম ভোগান্তির পাশাপাশি, ইন্টার্ন চিকিৎসকরাও এসব চালকদের হাতে নাজেহাল হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতি সামাল দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. মোহসীন আলী ফরাজী। চিঠিতে তিনি উল্লেখ করেন, হাসপাতালের প্রধান ফটকের ভেতরে এবং বহির্বিভাগের সামনে বহিরাগত অ্যাম্বুলেন্স রাখার কারণে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা রোগীবাহী অ্যাম্বুলেন্সের চলাচলে বিঘ্ন ঘটছে।
এছাড়া, এসব বহিরাগত অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীরা ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করেন, যা হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি দ্রুত হাসপাতালের অভ্যন্তরে থাকা এসব অ্যাম্বুলেন্স সরিয়ে নেওয়ার দাবি জানান।
রোগীর স্বজনদের অভিযোগ, অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেট তৈরি করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অনেক সময় তারা রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণও করেন।
এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।