1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আশুলিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা মিমাংসার চেষ্টা, গ্রেপ্তার ১ | দৈনিক সংবাদ ৭১
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশ থেকে বাগেরহাটকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন উখিয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশে জেলা আমীর আনোয়ারী: “সাম্য-মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বো” রাজশাহীতে সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ সুনামগঞ্জের রঙ্গারচরে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ সিলেটের জকিগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, এলাকাজুড়ে রহস্যের আবহ জামালপুরে ‘রেমিটেন্স যোদ্ধা দিবস’ উদযাপন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ফকিরহাট সদর ইউনিয়নে উন্নয়ন তহবিল আত্মসাৎ: রহস্যজনক প্রকল্প ব্যয়ে জড়িত সাবেক সচিব ও চেয়ারম্যান! ফকিরহাটে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন

আশুলিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা মিমাংসার চেষ্টা, গ্রেপ্তার ১

নাহিদ হাসান হৃদয়, :স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

আশুলিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা মিমাংসার চেষ্টা, গ্রেপ্তার ১

নাহিদ হাসান হৃদয়, :স্টাফ রিপোর্টার

ঢাকার আশুলিয়ায় মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শিশুটির বাবা-মাকে হুমকি ধমকি দিয়ে মীমাংসার নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও চালানো হয়েছে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে রাতেই মিমাংসার চেষ্টাকারী সাইদুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান (৪৬) কে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার (১৫ মার্চ) দুপুরে আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. হাবিবুর রহমান (৪৬) বরিশাল সদর থানার কোকাইনগর ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকার মৃত আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকায় নিজ বাড়িতে বসবাস করে মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকার স্থানীয় বাড়িওয়ালা সাইদুর রহমান, কানা জাকির সহ কয়েকজন মিলে ভুক্তভোগী শিশুটির বাবা-মাকে হুমকি ধমকি দিয়ে টাকা বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শিশুটির বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন এবং একটি বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত হাবিবুর রহমান তেলিবাড়ী বাজার এলাকায় মুদি দোকানের ব্যবসা করেন। ৮ বছর বয়সী ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেন। রাতে শরীরে জ্বর আসলে শিশুটির মা ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছতে গেলে স্পর্শকাতর স্থানে দাগ দেখতে পায়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলে। পরে শিশুটির বাবা-মা বাড়িওয়ালা সাইদুর রহমানকে ঘটনাটি জানালে সে অভিযুক্ত হাবিবুর রহমানকে তার বাসায় ডেকে নেয়। সাইদুর রহমান ও কানা জাকিরসহ কয়েকজন মিলে ‘ধর্ষণ চেষ্টার ক্ষতিপূরণ’ হিসেবে ২ লাখ টাকা শিশুটির পরিবারকে দেওয়ার আশ্বাস দেয়। রাত ৯টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সাইদুরের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে বাড়িটি ঘিরে রাখে। একপর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সাইদুরের বাড়িতে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই বাসা থেকে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

শিশুটির বাবা বলেন, আমি এখানে ভাড়া থাকি এবং একটি পোশাক কারখানায় কাজ করি। স্থানীয় বাড়িওয়ালা সাইদুর ও কানা জাকিরসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে বিষয়টি চেপে যেতে বলেন। এ বিষয়ে আমরা কোন মামলা মোকদ্দমা করলে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হবে বলে হুমকি প্রদান করেন। আমি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তির দ্রুত বিচার ও মিমাংসার চেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন সচেতন মহল।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, আট বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান নামের এক মুদি দোকানিকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।