আশুলিয়ায় বেরন মানিকগন্জ পাড়ায় সংবাদ সংগ্রহে করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক।
আশুলিয়া
স্টাফ রিপোটার
ঢাকার আশুলিয়ায় বেরণ মানিকগন্জ পাড়া একজন বিকাশ প্রতারক দোকানদারের কাছে,জব্দ ঝুটের দোকানদার সাংবাদিককে খবর দেওয়ার পর সংবাদ সংগ্রহের সময় দৈনিক দেশবার্তার পএিকার স্টাফ রিপোর্টার মো:বাবুল হোসেন।
একজন বাড়ি ওয়ালাকে তার ভাড়াটিয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদে, বাড়িওয়ালা সাংবাদিককে হেনস্তার সহ প্রাণনাশের হুমকির অভিযোগ ও সে মুখের ভাষা খারাপ করে কথা বলে এবং সাংবাদিককে অনেক হুমকি দিয়ে কথা বলে,সেই তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহপতি বার (১৩ মার্চ) রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, বিকাশ প্রতারকের ভিডিও ধারণকালে এ ঘটনা ঘটে।
সংবাদকর্মী মো;বাবুল হোসেন জানান, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। বিকাশ প্রতারকের খবর শুনে সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে, বাড়িওয়ালা শাহাজান ব্যাপারী ওরফে দালাল শাহজাহান আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে এবং একপর্যায়ে হেনস্তা করে।
তিনি আরও জানান, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করার বিষয়টি জানাজানি হলে গোটা সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক সংগঠন ও পেশার দায়িত্ব পালনকারী সাংবাদিকগন।