বোরহানউদ্দিনে মাদকউদ্ধারে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
রিয়াজ ফরাজি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে গত (০৪মার্চ ২০২৫)বোরহানউদ্দিন থানার এএসাই কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযানে গিয়ে কালিরহাট এলাকার মাদক বিক্রেতা আকবর কে মাদক সহ আটক করলে আকবর ও তার স্বজনরা সম্মিলিত ভাবে পুলিশের উপর হামলা করে। বোরহানউদ্দিন থানার এএসআই কামরুল কে গুরুতর জখম করে। আসামি আকবর পুলিশের হাতকরা পড়া অবস্থায় পালিয়ে যায়। এরপর পুলিশ ওইদিন রাতে কালীরহাট এলাকায় চিরুনি অভিযান শুরু করে।
এ ঘটনার ৮দিন পর বুধবার (১২মার্চ ২০২৫) দুপুর ২টায় বোরহানউদ্দিন থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লালমোহন সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার জানান, গত ০৪ মার্চ রাত ৮ টায় বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কালিরহাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বোরহানউদ্দিন থানা পুলিশের এএসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম সহ আরও ২ জনের উপর অতর্কিত হামলা চালিয়ে আসামি পালানোর ঘটনায় গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) জিএম শাহাবুল গতকাল ১১মার্চ দিবাগত রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ আকবর (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান আসামী আকবর বোরহানউদ্দিন থানা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাড়ী লালমোহন উপজেলার। সে দীর্ঘদিন যাবৎ বোরহানউদ্দিন থানা এলাকায় অবৈধ ভাবে মাদক ব্যবসা পরিচালনা করছে।
তিনি আরো জানান, গত ৫ মার্চ এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় দুটি পৃথক মামলা রুজু হয় বোরহানউদ্দিন থানার এফআইআর নং- ৫ ও ৬ । এ হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অপরাধে আকবর সহ মোট ১৫ জন কে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ওই হামলায় এএসআই মোঃ কামরুল ইসলামকে মাথায় গুরুত্বর জখম ও হাতে কামড় দিয়ে উদ্ধারকৃত ২০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আকবর কে হাতকড়া সহ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় অনান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।