প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১১:৩১ পি.এম
এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামিদের আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানঃ
ডেক্স রিপোর্টঃ- সিলেট

এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামিদের আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানঃ
ডেক্স রিপোর্টঃ- সিলেট
সিলেটের বিশ্বনাথ উপজেলার জনৈক নারী বয়স (৩০) গত তিনদিন আগে কাউকে কিছু না বলে সিলেট শহরে চলে আসে। প্রথমে শাহজালাল (রহঃ) মাজারে অবস্থান করার পর শাহপরাণ (রহঃ) মাজারে যান। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ কিন্তু শারীরিকভাবে সুস্থ ছিলেন।১১/৩/২০২৫ খ্রি: আনুমানিক ৬.০০ ঘটিকায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে লেগুনা ড্রাইভার ও তার সহযোগী লেগুনা নং সিলেট ছ ১১-১২৭০ এ করে এয়ারপোর্ট থানাধীন ছড়াগাং চা বাগানের ১নং সেকশনস্থ তেমুখী রাস্তা সংলগ্ন পূর্ব পাশের টিলার উপর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
স্থানীয় ইউপি মেম্বারের সহযোগিতায় ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি করা হয়। লেগুনার নম্বরের সূত্র ধরে এয়ারপোর্ট থানা পুলিশ শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় শাহপরান থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে ।গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ১। মোঃ আব্দুল করিম (২৯), পিতা-মৃত হাশেম মিয়া, মাতা-মায়া বেগম, সাং-উত্তর মোকামেরগুল, পীরেরবাজার, থানা-শাপহরাণ(রহঃ), জেলা-সিলেট, ও ২। রাকিব মিয়া (২৫), পিতা-আনোয়ার মিয়া, সাং-ধলইপাড়া, থানা-শাপহরাণ(রহঃ), জেলা-সিলেট। ভিকটিমের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-১০, তাং-১২/০৩/২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৯(৩) রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.