প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৮:৪৫ পি.এম
বগুড়ায় পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ১
আপেল মাহমুদ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের নারুলী ফাঁড়ির একটি বিশেষ দল।
আপেল মাহমুদ বগুড়া জেলা প্রতিনিধিঃ
গ্রেপ্তারকৃত ব্যক্তি, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে মো. জাকারিয়া সরকার।
পুলিশ জানায়, জাকারিয়া সরকার দীর্ঘদিন ধরে বগুড়ার চেলোপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এ সময় তিনি নিজেকে নারুলী ফাঁড়ির পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন।
বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়ে নারুলী ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে পুলিশের ফুল ইউনিফর্মও উদ্ধার করা হয়।
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যদি পুলিশের পরিচয়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.