জামালপুরের মেলান্দহে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলা হল রুমে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা।
গ্রেপ্তারকৃতরা হলেন- চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান সায়েদুজ্জাম সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
জানা গেছে, বুধবার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা ছিল।এ সভায় যোগ দেন ইউপি সদস্যরা। সভা শেষে বের হওয়ার পথে তাদের আটক করে গেয়েন্দা পুলিশের একটি দল। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর বলেন, আমি মিটিং শেষ করে চলে আসছি। পরে তাদেরকে গ্রেপ্তারের কথা শুনেছি। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমার জানা নাই।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেপ্তার হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনাতেও তারা জড়িত। তাদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।