প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৯:৩৩ পি.এম
কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৭ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়, শমশের নগর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন জনকল্যাণকর কাজের বিষয়ে অবগত করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আসার আহ্বান জানান।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব হোসেন।
তিনি বলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদের নির্দেশনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক ইয়াসিন আরাফাত প্রান্ত।
এছাড়া ও আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য এরশাদ আলী, আনোয়ার হোসেন আনার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি কাজী সানোয়ার, শাওন, জীম, মেহেদী, সাকিব, নিবিরসহ ছাত্রদের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.