অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জন গ্রেফতার হয়েছেন। পাশাপাশি অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত একহাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দুইটি দেশীয় দো-নালা বন্দুক (এলজি), একটি দেশীয় শুটার গান ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত সাত হাজার তিনশত দশ জন গ্রেফতার হয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকে তাদের গ্রেফতারের সময়ে একটি দেশিয় পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি দেশিয় তৈরি দোনলা বন্দুক (এলজি), একটি দেশিয় তৈরি শুটার গান ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান। হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।