বান্দরবান জেলার লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনার চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন— থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ম্রো-ঝিরি এলাকার পাঁচটি রাবার বাগান থেকে অজ্ঞাত অপহরণকারী কর্তৃক ২৬ জন রাবার শ্রমিক অপহৃত হয়। প্রত্যেকটি ঘটনায় অপহরণকারীরা অপহৃত ভিক্টিমদের জিম্মি করে তাদের পরিবারের নিকট থেকে মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। এরপর থেকে অপহরণকারীদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে গতকাল ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।