দিনাজপুরে রশিদুল হত্যা মামলার আসামি বিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে (৪৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।খায়রুলকে বুধবার রাতে বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে যৌথবাহিনী।
ওসি মমতাজুল হক বলেন, গ্রেফতার খায়রুলকে বৃহস্পতিবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে ১১৩ জনের নাম উল্লেখ করে ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।