রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের আসামবস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে প্রকাশ চাকমাকে গ্রেফতার করে পুলিশ।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙামাটি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করা হয়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জনান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে এই পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।