ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও মহিতুল হক এনাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই আদেশ দেন। সেই সঙ্গে আদালত এই মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মোনাওয়ার হোসাইন তামিম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুর ইসলাম, আব্দুস সোবহান তরফদার, মইনুল করিম ও সাইমুম রেজা।
“প্রসিকিউশন তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”