প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১০:৩১ এ.এম
সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল সহ গ্রেফতার ৮
লিমন আহমেদ

সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল সহ গ্রেফতার ৮
সিলেটে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে এবার সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।সোমবার এ তথ্য জানিয়েছে সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং র্যাব।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজম খান ছাড়া মহানগর পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাকিরা হলেন- নগরের বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় ও তার ভাই বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত মকন মিয়া ও সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ময়নুল ইসলাম। এছাড়া জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন।
তারা হলেন- ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন আনু ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিলন আহমদ।
এদিকে, রবিবার রাতে নগরীর করেরপাড়া গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল মিয়াকে গ্রেফতার করে র্যাব, হেলালের বিরুদ্ধে চাদাবাজি সহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে (এসএমপি) বিভিন্ন থানায়।
১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজি তারিখে আসামীগনকে আদালতে তুললে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয় আসামীদের।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.