আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে সাড়ে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আক্তার হোসের বলেন, সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের বিরুদ্ধে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।
অপর মামলাটি করা হয়েছে মো. মুজিবুল হকের স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে। এই মামলায় মুজিবুল হককেও আসামি করা হয়েছে। হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের ভাষ্য, তার বিরুদ্ধে টেন্ডার ও নিয়োগ বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে তারা।
এজাহারে বলা হয়েছে, মুজিবুল ও তার স্ত্রী রিক্তার ‘অবৈধ’ সম্পদের পরিমাণ যথাক্রমে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা ও ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা।