সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তালা থানার পুলিশের একটি দল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় হতে প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত প্রণব ঘোষ বাবলুর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।