তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচারেরা। আপনাদের প্রতিরোধে পালিয়েছে সেই ফ্যাসিবাদী স্বৈরাচার, এখন সময় নতুন করে দেশ গড়ার।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। দীর্ঘ ১৬ বছর পর আজ নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা নিয়ে জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, রাজনীতির অধিকার ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, স্বৈরাচার এখন পালিয়ে গেছে! সামনে এখন আমাদের নতুন চ্যালেঞ্জ—কীভাবে দেশকে পুনর্গঠন করতে হবে, অর্থনীতি ও কৃষিকে শক্তিশালী করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। আজকের সম্মেলন থেকে আমরা দলকে নতুনভাবে সংগঠিত করার শপথ নেব।
স্বৈরাচারী শেখ হাসিনা ধ্বংস করে যাওয়া দেশকে এখন সামনে এগিয়ে নেয়ার সময় এসেছে মন্তব্য করে তিনি বলেন, বিগত ১৫ বছর দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে আমরা ৩১ দফা দাবি উপস্থাপন করেছি৷ এই ৩১ দফা হচ্ছে, বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার (শেখ হাসিনা সরকার) যে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে কীভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার পরিকল্পনা।
তিনি বলেন, আজকে সময় এসেছে, দেশকে পুনর্গঠন করার জন্য ঝাপিয়ে পড়তে হবে আমাদের। দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। যাতে করে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে। কৃষি ও কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে। যাতে দেশের প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি।