নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ৮ দিনে ৮০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।