
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১২,৮১,১৫০/-(বারো লক্ষ একাশি হাজার একশত পঞ্চাশ) টাকার ৩৬৫ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) সহ একটি ট্রাক আটক ও ০৩ (তিন) জন গ্রেফতারঃ
১৩/০২/ ২০২৫ খ্রিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে এসআই (নিঃ) সোহেল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।
মুরাদপুরস্থ মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সকাল ০৯:৫৫ ঘটিকার সময় ভারতীয় কমলা কেনু ভর্তি একটি ট্রাক (রেজি: ঢাকা-মেট্রো-ট-২২-৪২২৪) আটক করা হয়।
আটককৃত মালামাল:
১. ট্রাক: ১টি হলুদ ও নীল রঙের বড় ট্রাক (রেজিঃ ঢাকা-মেট্রো-ট-২২-৪২২৪), চেসিস নং: MB1A3KWC8JRCX9053, ইঞ্জিন নং: JDHX422080, আনুমানিক মূল্য: ২০,০০,০০০/- (বিশ লক্ষ টাকা)।
২. ভারতীয় কমলা (কেনু): ৩৬৫ ক্যারেট, মোট ওজন ৭৬৬৫ কেজি।
ক্যারেট ব্যতীত কমলার ওজন: ৭১১৭.৫ কেজি, প্রতি কেজি কমলার মূল্য: ১৮০ টাকা করে মোট আনুমানিক মূল্য: ১২,৮১,১৫০/- (বারো লক্ষ একাশি হাজার একশত পঞ্চাশ টাকা)।
গ্রেফতারকৃত ব্যক্তিরা:
১. মারুফ উদ্দিন (২৪), পিতা- সাহাব উদ্দিন, মাতা- হালিমা বেগম, সাং- হরিপুর (উতলারপাড়), থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট।
২. মোঃ মেহেদী হাসান (২৩), পিতা- মোঃ নিলু, মাতা- নুর নাহার বেগম, সাং- পার নওগাঁ সরদারপাড়, থানা- নওগাঁ, জেলা- নওগাঁ।
৩. মোঃ মাহমুদুর হক (২৪), পিতা- আব্দুর হামিদ, মাতা- মোছাঃ রুবিনা বেগম, সাং- সিসা নরসিঙ্গা পাড়া, থানা- পোর্শা, জেলা- নওগাঁ।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মালামালের মালিক অজ্ঞাত একজন ব্যক্তি রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার এফআইআর নং-১৩, তারিখ- ১৩ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।