রূপগঞ্জে ১৭৯ পিস ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করেছে র্যাব-১১
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হাবিবুল্লাহ মীর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭৯ পিস ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতাকাল রুপগঞ্জ উপজেলার মাছিমপুর, কায়েতপাড়া ও পূর্বাচলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১১ পরে গ্রেফতারকৃত আসামিদের মাদকসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলো, মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় দানেশ মিয়ার ছেলে শাহীন, একই এলাকার ইয়াকুব আলীর মেয়ে নাসরিন আক্তার, রুপগঞ্জ সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা গ্রামের আফাস উদ্দিনের ছেলে খোকন মিয়া ও কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পাড় এলাকার খোকন মিয়ার ছেলে মামুন মিয়া।
এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, তারা দীর্ঘদিন যাবত রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। গতকাল র্যাব-১১ অভিযান চালিয়ে ১৭৯ পিস ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে তাদেরকে নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।