ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নান্দাইল উপজেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে নান্দাইল পৌর সদরের চারিআনি পাড়া মহল্লার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নান্দাইল মডেল থানা পুলিশ। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।
নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহম্মেদ জানান, ২০১৮ সালে সংসদ নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৪ জানুয়ারি উপজেলা বিএনপি নেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী রফিকুল ইসলামের দায়ের করায় মামলায় প্রধান আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, হাসান মাহমুদ জুয়েল নান্দাইল আসনের সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের বিশ্বস্ত কর্মী ছিলেন। ২০১৯ সালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পূর্বে তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।