বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে ছাত্র-জনতা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন জানান, সন্ধ্যায় ছাত্র-জনতা সাবেক এমপি ইয়াহিয়া ও তার চার সহযোগীকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। তিনি জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
জানা গেছে, সন্ধ্যায় ইয়াহিয়া চৌধুরীসহ পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেয় ছাত্র-জনতা। পরে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি দল গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। আটক অন্যদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আনোয়ার হোসেন মিলন, জনি মিয়া ও আয়োনার।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘সাবেক এমপি ইয়াহিয়া ও তাঁর সহযোগী আমাদের হেফাজতে রয়েছেন।’
ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। এরপর তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন।