হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিদ খানকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে আব্দুল মজিদ খানকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ হত্যা মামলার দুই নম্বর আসামি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম জানান, আব্দুল মজিদ খানকে সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের আদালতে হাজির করা হয়। তিনি ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আদালত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আজ সকাল ১০টার দিকে হবিগঞ্জ পুলিশ তাকে কঠোর গোপনীয়তার মাধ্যমে আদালতে হাজির করে জেলা হাজতে পাঠান। মজিদ খানের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।