জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে (৬৪) গ্রেপ্তার করা হয়েছে। তার নামে দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় সদর উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন জয়পুরহাট জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবা মৃত হবিবর রহমান।
জয়পুরহাট থানা পুলিশের উপপরিদর্শক ফারুক জানান, দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন (৬২)।
ওসি জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত প্রথম শহীদ কলেজশিক্ষার্থী নজিবুল সরকার বিশাল, অটোরিকশাচালক মেহেদী হত্যাসহ একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে আনোয়ার হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নজিবুল সরকার বিশাল ও মেহেদী শেখ নামে দুজন নিহতের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন। এছাড়া ৫ আগস্টের পর তার নামে আরও চারটি মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।