চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের জমিদারপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আরিফুর রহমান বলেন, ‘খোরশেদ আলম চৌধুরী নামে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
গ্রেফতার খোরশেদ আলম চৌধুরী লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে।