রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হাবিবুল্লাহ মীর
নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বাচল তিনশ ফিট সড়কে আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়ীতে ডাকাতির অভিযোগে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজধানীর সবুজবাগ এলাকার আব্দুল কাদেরের ছেলে ইমরান হোসেন জুয়েল, মাতুয়াইল এলাকার শহিদুল ইসলামের ছেলে খোরশেদ, আব্দুর রশিদের ছেলে ফারুক, আব্দুর রব হাওলাদারের ছেলে জাহিদ ও মমিন মিয়ার ছেলে পিন্টু মিয়া।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (ইন্টেলিজেন্স) সালাউদ্দিন কাদের জানান,রূপগঞ্জের পূর্বাচল তিনশে ফিট সড়ক দিয়ে রাতে এয়ারপোর্ট থেকে প্রবাসীরা নিজ বাড়ীতে ফেরার পথে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে সংঘবদ্ধ ডাকাতরা গাড়ী থামিয়ে প্রায় সময় ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় গত রূপগঞ্জ থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলার ভিত্তিতে পুলিশ শনিবার রাতে রাজধানীর সবুজবাগ, মাতুয়াইল ও যাত্রাবাড়ী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকর গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। আজ রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।