রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় আলোচিত তৃতীয় লিঙ্গের শিলা (৩১) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে আদালতে তোলা হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ জানান, হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার দুপুরে ওই ৪ জনকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক ইশরাত জাহান পুনম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতাররা হলো- পুতুল আক্তার (৩২), শারমিন আক্তার প্রকাশ রানা (৩০), মো. শুক্কুর মাসুদ (২৫) ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৮)।
উল্লেখ্য, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের শিলাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। শিলা রাঙামাটির কাউখালী উপজেলায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলাউদ্দিন একটি হত্যা মামলা করেন।