কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানকে ১২ হাজার ২৭৪টি ইয়াবা বড়িসহ আটক করেছে কোস্টগার্ড। আটক মুজিবুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদেও রয়েছেন।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) ভোর চারটার দিকে বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। মুজিবুর রহমান সেন্ট মার্টিন দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
আটকের বিষয়টি কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন খবর পেয়ে মজিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি বস্তায় লুকানো অবস্থায় ১২ হাজার ২৭৪টি ইয়াবা পাওয়া যায়। আটক মুজিবুর রহমানকে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ইয়াবাসহ চেয়ারম্যানকে আটকের বিষয়টি শুনেছেন তিনি। তবে এখনো তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।