রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি, বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত সোমবার রাতে মৌসুমী রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলির ছবি আওয়ামী লীগের ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। এ খবরে স্থানীয় লোকজন গত মঙ্গলবার সকালে মৌসুমী রহমানের স্বামীকে উপজেলার পঁচামাড়িয়া এলাকায় ধরে মারধর করেন। পুলিশ গিয়ে সেখান থেকে অহিদুর রহমানকে আটক করে। এ ঘটনায় অহিদুর রহমানকে মঙ্গলবার পুঠিয়া থানায় পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তাঁর ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। এ অভিযানের অংশ হিসেবে মৌসুমী রহমানের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ডিবি পুলিশ রাজশাহী থেকেই মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হতে পারে। তখন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।