সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান মিয়ার নিজের অটোরিকশার গ্যারেজ থেকে জামান মিয়া এবং রূপালী এলাকার অপর একটি গ্যারেজ থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়।
আটকরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জামান মিয়া ও সংগঠনটির সক্রিয় কর্মী সাইদুল ইসলাম।
জানা যায়, কেন্দ্রের নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও তার অনুসারী। পরে গতকাল এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।