গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া থানা–পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল রোববার সন্ধ্যার পর আওয়ামী লীগের কর্মী ও টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গাজী নামের এক ব্যক্তি দলের লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সাফায়েতকে আটক করে। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা সাফায়েতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশের সদস্যসহ আটজন আহত হন।
মামলায় ১৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জনকে।