অস্ত্র, গুলি ও ককটেল সাদৃশ্য বোমাসহ যশোরের দুই সন্ত্রাসীকে খুলনা থেকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার একটি ভবনের ৫ম তলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— যশোর কোতয়ালী থানাধীন নাজির শংকরপুর এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে মো. শান্ত ইসলাম (২৫) এবং বেজপাড়া চোদ্দারপাড় এলাকার মৃত মুরাদ হোসেন মুন্নার ছেলে মো. আলিমুল হোসেন (২০)।
বৃহস্পতিবার রাত ৮টায় মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিং এসব কথা বলেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু। উপকমিশনার বলেন বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের তথ্য মোতাবেক ওই ফ্ল্যাট হতে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি শট গানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রংয়ের হটপটের ভিতরে রক্ষিত লাল-কালো কসটেপ দ্বারা মোড়ানো ২টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত সন্ত্রাসী শান্ত এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১টি হত্যা ও মাদকের মামলাসহ মোট ৪ টি মামলা এবং অপর সন্ত্রাসী আলিমুলের বিরুদ্ধে ১টি মামলার তথ্য পাওয়া গেছে।