সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক ও প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক।
মুহিবুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।
আদালত আগামী ৩ ফেব্রুয়ারি আসামিদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। তাদের আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।
আবেদনে বলা হয়, আসামি মুহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমণ্ডি থানার তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। অন্যদিকে আবেদ আলী পল্টন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাকেও দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার করা প্রয়োজন।
প্রশ্নফাঁসের ঘটনায় গত বছরের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
গত ২০ নভেম্বর ঢাকার মহাখালীর ডিওএইচএস থেকে মুহিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছে তিনি।