
ভূমিদুস্য রতন মনির বাসায় এনবিআরের অভিযান : টাকা, দলিল ও বিভিন্ন ডকুমেন্টস জব্দ।
সিলেট প্রতিনিধি-
ভূমিদুস্য রতন মনি মোহন্তের বাসায় অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা বিভাগ (সিআইসি)।।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার সময় মেজরটিলা নাথপাড়ায় রতন মনি মোহন্তের বাসায় এ অভিযান পরিচালিত হয় এসময় রতন মনি মোহন্তকে পাওয়া যায়নি।
জানা যায়, এনবিআর কর্মকর্তারা প্রথমে রতন মনি মোহন্তের বাসাসহ পুরো জায়গা ভিডিও করেন। পরে বাসার ভিতর অভিযান পরিচালনা করে ৪০ টি ডায়েরী, বিপুল সংখক দলিলসহ অন্যান্য কাগজাত ও নগদ ৭ লাখ টাকা জব্দ করেন।
এসময় রতন মনি মোহন্তের ভাগ্নে বিধান মোহন্ত তদবিরে আসলে তাকে সঙ্গে করে নিয়ে যান এনবিআর কর্মকর্তারা। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে রতন মনির ভাগ্নে বিধান মোহন্তকে আটকের পর বিকেল ৪টার দিকে ছেড়ে দেয়া হয়েছে।
উল্ল্যখ্য যে, রতন মনি মোহন্তের বিরুদ্ধে দুদক ও আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। টিলা কাটা, অন্যের জায়গা দখল, কর ফাঁকিসহ নানা অভিযোগ রয়েছে।
অল্পদিনে বনে যাওয়া কোটিপতি রতন মনি মোহন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জাল-জালিয়াতি কাগজাদি তৈরী, পাহাড় (টিলা) ধ্বংস করে অবৈধ পন্থায় সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলো। সম্প্রতি এনিয়ে তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবৈধ পন্থায় নামে বেনামে গড়ে তুলেছেন পাহাড় সম বিপুল সম্পত্তি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে নামেমাত্র তদন্ত চালিয়ে সর্বসাকুল্য সম্পত্তির হিসেব দামাচাপা দিয়ে রাখে। এছাড়াও অভিযোগ মিলেছে কোটি টাকার উর্ধ্বে সরকারী রাজস্ব হাতিয়ে নিয়েছে মাফিয়া ডন রতন মনি ওরফে মোহন্ত।