
শৈলকুপায় স্বপ্নবাজ ফাউন্ডেশন (SSF) এর প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে শৈলকুপায় স্বপ্নবাজ ফাউন্ডেশন (SSF) এর প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ) সকালে শৈলকুপার কবিরপুর চৌরাস্তার মোড় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ফিতা কেটে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।

অফিস উদ্বোধন শেষে শৈলকুপার রয়েড়া বাজারের এক অসহায় দুস্থ্য মহিলাকে সেলাই মেশিন উপহার দেয় ফাউন্ডেশন।
বিনামূল্যে রক্তদান, ফ্রী মেডিকেল ও ব্লাড গ্রুপিং, অসহায় মানুষকে সহযোগিতাসহ নানা ধরনের স্বেচ্ছাসেবীমূলক কর্মকান্ডের সাথে জড়িত অরাজনৈতিক এই সংগঠনটিকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিঙ্গাপুর প্রবাসী নাসিরুজ্জামান জোহান।