পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা সাবেক বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিক (৩৬)।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দীর্ঘ ১৬ বছর পর নিজ বাড়িতে ফেরেন তিনি। তাকে দেখতে ভিড় জমান আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ বন্ধুবান্ধবরা। এ সময় আবেগে আপ্লুত হন উপস্থিত সবাই।
মোতাহার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও কচুবাড়ী জোতপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। বাড়ি ফিরে বাবাকে না পেয়ে মোতাহার কান্নায় ভেঙে পড়েন। তিন বছর আগে তার বাবা মারা যান।
১৬ বছর আগে মানিক বিয়েও করেছিলেন। বিয়ের তিনদিন পর ফিরেছিলেন নিজ কর্মস্থলে। কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কারাগারে।
বিডিআরে চাকরি পাওয়ার পর ট্রেনিংয়ে ছিলেন মানিক। ট্রেনিং শেষে ছুটিতে বাড়ি ফিরে তিনি বিয়ে করেন। বিয়ে হয় পাশের গ্রামের ববি আক্তারের সঙ্গে। তার চাকরির বয়স ছিল মাত্র ছয় মাস। বিয়ের তিনদিন পর কর্মস্থলে ফেরেন মানিক। এরপরই গ্রেপ্তার হন। মাত্র তিনদিন পর স্বামীর গ্রেপ্তারে বিচলিত হয়ে পড়েছিলেন ববি। কিন্তু আস্থা হারাননি। বরং স্বামী একদিন ফিরে আসবেন, সেজন্য অপেক্ষা করেছিলেন।