
পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিন্টু সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মিন্টু বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের বজলু সিকদারের ছেলে।
বুধবার দিবাগত রাত একটার দিকে দেউলী সুবিদখালী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সাত্তার মিস্ত্রির একতলা পাকা বসতঘরে এ ঘটনা ঘটে।
সাত্তার মিস্ত্রী জানান, রাত একটার দিকে ডাকাত দল ঘরের চারপাশে থাকা বারোটি সিসি ক্যামেরার পাঁচটি ক্যামেরা ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মিটার ভেঙে ফেলে। ঘরের ভিতর থেকে সাত্তার মিস্ত্রির পরিবারের সদস্যরা আঁচ করতে পারে বাড়ির ভিতরে ডাকাত পড়েছে। জানালা খুলে অন্য বাড়ির দিকে তাকিয়ে দেখতে পায় বিদ্যুৎ আছে, তবে তার বাড়িতে বিদ্যুৎ নেই। ঘরের পূর্ব পাশের একটি জানলার গ্লাসের লক ভাঙা, গ্রীলের কিছু অংশ কাটা এবং ভাঁজ করা। দ্রুত তারা এলাকার মসজিদের ইমাম হারুনুর রশিদের কাছে ফোন করে বিষয়টি অবহিত করেন। মসজিদের মাইক থেকে ডাকাত পড়েছে বলে ঘোষণা করা হয়। এরপর চারদিক থেকে লোকজন ছুটে এলে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, এলাকার প্রত্যেকটা মসজিদে মাইকিং করা হয়। কয়েকটা গুলি সদৃশ আওয়াজ শুনতে পাই। সম্ভবত ডাকাত দল যাওয়ার সময় গুলি করতে করতে যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করার এক পর্যায় উপজেলার গোলখালী বাজার সংলগ্ন রাস্তায় এক ব্যক্তিকে কর্দমাক্ত পায়ে দেখা যায়। সন্দেহভাজনভাবে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায় ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার এবং ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করেন। গ্রেফতারকৃত মিন্টুকে নিয়ে সারাদিন অন্য আসামিদের ধরার জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। তবে অন্য কাউকে গ্রেফতার করা যায়নি।