চলতি বছর বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানাগেছে। তবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন এখনো হয়নি বলে জানিয়েছেন জিএমপির উপপুলিশ কমিশনার।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন সংবাদটি নিশ্চিত করেন। প্রথম দুই পর্ব জুবায়েরপন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা। মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি বলে জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি খসড়ায় আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের এবং ১৪-১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার বলা হয়েছে।
দ্বিতীয় পর্ব শেষে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।
সিনিয়র সচিব ও শুরায়ি নেজামের মুরুব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খসড়ায় বলা হয়েছে।
তাতে বলা হয়েছে, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দুইভাগে আয়োজিত হবে। শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের অনুসারীরা দুইভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।
এর আগে শুরায়ি নেজামপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।