
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে জানুয়ারী শনিবার সকাল ১১ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিটির সহ সভাপতি মনিরুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক লালন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইমরান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব মাহমুদ টিপু নির্বাহী সদস্য শিহাব মল্লিক এবং শহিদুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন। সভায় চলমান সামাজিক রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল থেকে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।